Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ উদযাপন
বিস্তারিত

৫ ফেব্রুয়ারি “জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১” উদযাপন

“মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার” প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলায় উদযাপিত হয়েছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১’ । দিবস উদযাপন উপলক্ষে সকাল ১১.০০ ঘটিকায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । জেলা গণগ্রন্থাগার কর্মকর্তা মো. আল-মামুন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সাতক্ষীরা এর প্রতিনিধি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেন । প্রধান অতিথি তার বক্তব্যে গ্রন্থাগার দিবসের তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন এবং সবাইকে গ্রন্থাগারে পড়তে উৎসাহ প্রদানে আহবান জানান । তিনি বলেন, দেশের জন্য গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অপরিসীম কেননা গ্রন্থাগার ও গ্রন্থাগারে অর্জিত জ্ঞানের মাধ্যমেই সমাজ ও দেশ আলোকিত হয় । অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে গণগ্রন্থাগারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন যার মধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মান, চট্টগ্রামে মুসলিম ইনস্টিটিউট এবং দেশের সকল গণগ্রন্থাগার ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ইত্যাদি । ৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা ও গণগ্রন্থাগারের ব্যাপক উন্নয়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তিনি বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে গ্রন্থাগারে বই পড়ার আহবান জানান । তিনি আরো বলেন, তরুন সমাজকে মাদক ও অনৈতিক কর্মকান্ড থেকে মুক্ত করতে তথা সুনাগরিক হিসেবে তৈরি করতে নিয়মিত পাঠাভ্যাস চালু করতে হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব অধ্যাপক আব্দুল হামিদ, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল-মামুন এবং দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: আনিসুর রহিম । দিবসটি উপলক্ষে গণগ্রন্থাগার কার্যালয়কে বর্ণিল সাজে সজ্জিত করা হয় ।  অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/02/2021
আর্কাইভ তারিখ
04/02/2022